SEI TUMI KANO ETO OCHENA HOLE | সেই তুমি কেন এত অচেনা হলে | AYUB BACHCHU Lyrics

SEI TUMI KANO ETO OCHENA HOLE | সেই তুমি কেন এত অচেনা হলে | AYUB BACHCHU Lyrics

Singer Rishi Panda
Singer Rishi Panda
Music Rishi Panda
Song Writer AYUB BACHCHU

সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই..
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি.. ক্ষমা করে দিও আমায়..

কত রাত আমি কেদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

যতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আশা সেই সব দিনগুলো
ভুলে যেতে আমি পারি না
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ