আমার মাটিরও পিঞ্জিরায় | Amar Matiro Pinjiray Bangla Lyrics By Shorawar Hossain

আমার মাটিরও পিঞ্জিরায় | Amar Matiro Pinjiray Bangla Lyrics By Shorawar Hossain

আমার মাটিরও পিঞ্জিরায় | Amar Matiro Pinjiray Bangla Lyrics By Shorawar Hossain
Singer Shorawar Hossain
Song Writer Baul Shah Abdul Karim

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে

তুমি আমার আমি তোমার এই আশা করে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে ,
মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে



কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ,
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ,
আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ,
আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ,
তোমারে পুষিলাম কত আদরে
মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে

FOLLOW BY___HUSSAIN___
>>>>>>>>======<<<<<<<<

তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন ,
দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন ,
তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন ,
দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন ,
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
তোমারে পুষিলাম কত আদরে
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে ,
তোমারে পুষিলাম কত আদরে



আব্দুল করিম বলে ময়না তোমারে বলি ,
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি ,
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি ,
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি ,
কে শোনাবে মধুর বুলি বল আমারে ,
কে শোনাবে মধুর বুলি বল আমারে ,
তোমারে পুষিলাম কত আদরে ,
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে ,
তোমারে পুষিলাম কত আদরে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে ,
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ