Amar Moneri Angone Bangla Lyrics | আমার মনেরই অঙ্গনে লিরিক্স

Amar Moneri Angone | আমার মনেরই অঙ্গনে - Runa Laila & Andrew Kishore Lyrics

Amar Moneri Angone Bangla Lyrics | আমার মনেরই অঙ্গনে লিরিক্স
Singer Runa Laila & Andrew Kishore
Music Maqsud Jamil Mintoo
Song Writer Kamal Yousuf

আমার মনের এই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনের এই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
এই হঠাৎ পাওয়া দিনগুলো কি
সারাটা দিন খুঁজি
সুখের ফাগুন এল বুঝি
আমার মনের এই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
সে ছিল আর আমি ছিলাম
আর ছিল লাজ
সে ছিল আর আমি ছিলাম
আর ছিল লাজ
সেই স্ব-লাজের কৃষ্ণচূড়ায়
খোঁপায় দিলাম আজ
আমার স্বপ্ন পাখি চোখের পাতায়
বসল সোজাসুজি
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনের এই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
মন ভাবে আর আমি ভাবি
আর ভাবে প্রান
মন ভাবে আর আমি ভাবি
আর ভাবে প্রান
সেই ভাবনায় মুখের কথায়
যায় যে হয়ে গান
আজ সেই গানেরই
মালায় আমি অভিসারে সাজি
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনের এই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
সে আছে আর আমি আছি
আর আছে সাধ
সে আছে আর আমি আছি
আর আছে সাধ
সেই সাধ আমার পূর্নিমারই
দিনে দেখা চাঁদ
আমায় গরবিনী বল যদি
মানতে এখন রাজি
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনের এই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
এই হঠাৎ পাওয়া দিনগুলো কি
সারাটা দিন খুঁজি
সুখের ফাগুন এল বুঝি
আমার মনের এই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনের এই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ