Jonaki (জোনাকি) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স

Jonaki (জোনাকি) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স

Jonaki (জোনাকি) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
Singer Anindya Chatterjee
Singer Anindya Chatterjee
Music Anindya Chatterjee
Song Writer Anindya Chatterjee

জোনাকি
যায় গোনা কি?
ধরে একমুঠো
পুষবো নাকি?
কালো আকাশে
ভালো জোনাকি
তাই তারারা
আনবো নাকি?
আলোগুলো পেড়ে আনি
গাছ থেকে টুপ করে
গায়ে ফোঁটা সবকটা
Serious মুখ করে
আজগুবি সন্ধ্যেটা
মিছিমিছি মস্করা
আলো-পোকা এলোমেলো
জ্বলে ওঠে ফসফরাস
এই ফিসফিস fairy-tale
যায় শোনা কি? (যায় শোনা কি?)
শুধু জোনাকি (শুধু জোনাকি)
জ্বালে রংমশাল (জ্বালে রংমশাল)
এই মায়াজাল (এই মায়াজাল)
যায় বোনা কি? (যায় বোনা কি?)
দূরে আকাশে (দূরে আকাশে)
ওড়ে জোনাকি (ওড়ে জোনাকি)
তাই তারারা (তাই তারারা)
আনবো নাকি? (আনবো নাকি?)
দু'হাত মেলে হাওয়া সাইকেলে
দু'হাত মেলে হাওয়া সাইকেলে
ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও
অন্ধ কাট্টা খেলছে, কুমির ডাঙায়
ঝিলঝিল পোকা ডাকছে, যাবি চল
ও... চাঁদের আলো আকাশ ভাঙা
কোপাই নদীর জ্যোৎস্না জল
আলো পাড়ি তাড়াতাড়ি এই ভালো রাত্তিরে
ভয় পেলে bell বাজাই চুপিচুপি বার তিনেক
গাছেগাছে লেখা আছে, ঘাসেঘাসে পা ছোঁয়াই
অভিসারী এলোয়াড়ি, একা একা চোখ খোয়াই
এই ফিসফিস fairy-tale
যায় শোনা কি? (যায় শোনা কি?)
যত জোনাকি (যত জোনাকি)
সব যায় গোনা কি? (সব যায় গোনা কি?)
ধরে একমুঠো (ধরে একমুঠো)
পুষবো নাকি? (পুষবো নাকি?)
দূরে আকাশে (দূরে আকাশে)
ওড়ে জোনাকি (ওড়ে জোনাকি)
এই মায়াজাল (এই মায়াজাল)
যায় বোনা কি? (যায় বোনা কি?)
দু'হাত মেলে হাওয়া সাইকেলে
দু'হাত মেলে হাওয়া সাইকেলে
ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও ও ও
ও ও ও ও ও
ও ও ও ও ও



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ