Keno Ei Nishongota Bangla Lyrics By Parth Barua Lyrics

Keno Ei Nishongota Bangla Lyrics By Parth Barua Lyrics

Keno Ei Nishongota Bangla Lyrics By Parth Barua Lyrics
Singer Parth Barua
Singer Souls
Music Souls
Song Writer Kabir Bakul

কেন এই নিঃস্বঙ্গতা, কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারণে,
কেউ না জানুক কার স্মরণে
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

স্বপ্নগুলো অন্য কারো, ভূল গুলো আমারই
কান্নাগুলো থাক দুচোখে, কষ্ট আমারই
ভেবে নেব প্রেমালে আজ আঁধারি।

কেউ না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে,
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

ইচ্ছেগুলো থাক হৃদয়ে, ব্যর্থতা আমারই
সুখ নাহোক অন্য কারো, দুঃখরা আমারই
ভুলে যাবো মন কেন আজ ফেরারী।

কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নীরবে হায়,
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ