Shotto Hok Bangla Lyrics | সত্য হোক বাংলা লিরিক্স By Tasnif Zaman Lyrics

Singer | Tasnif Zaman |
Singer | Tasnif Zaman |
Music | Road 31 |
Song Writer | Tasnif Zaman |
যদি একটিবার ভাবতে পারি
আমাদের সব স্বপ্নের আড়ালে
লুকিয়ে থাকা এ পৃথিবী
যেখানে শীতার্ত রাতের শেষে
ক্ষুধার্ত শিশু একা পড়ে রয়
শুধু বেঁচে থাকার স্বপ্নে
অসীম পৃথিবীর বুকে
যার আশ্রয় কেবল নির্দয় ভূমিতে
অর্থহীন জন্মটাই যার অভিশাপ
আগন্তুক সমাপ্তির অপেক্ষায় কাটে
সবটুকু দুঃসময় নিঃশব্দ কান্নায় বহুক্ষণ
আমার ঘুমন্ত বোধ যেন তাতে অনুতপ্ত হয়
যেন ক্লান্ত হয় আমার অনিঃশেষ চাওয়া
সীমাহীন পাওয়ার অভিলাষ
তৃপ্ত হয় অতৃপ্ত অবাধ্য শুন্যতা
জীবন্ত হয় নিষ্প্রাণ
যেন বিশুদ্ধ রোদে আবার উষ্ণ হয় পৃথিবী
শুধু একটিবার সত্য হোক চিরন্তন
সব সত্যের বাইরে অন্যরকম এক পৃথিবী
শাশ্বত মুক্তির আলোয় উদ্ভাসিত
হোক অনন্ত আঁধার
অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃংখল
সব মিথ্যার শ্রেষ্ঠত্ব হোক অবনত
শান্ত হোক সব যন্ত্রণাবিদ্ধ আত্মা
অবারিত হোক নির্মল বোধ
সবুজের ওপারে হোক এক অন্য সূর্যোদয়
পৃথিবী হোক নির্ভয় আশ্রয়...
পূর্ণ হোক সব নির্মল হৃদয়
শুদ্ধ হোক আমার পৃথিবী
সমাপ্ত হোক সব অসমাপ্ত গান
তাও সত্য হোক আমার এই প্রার্থনা
0 মন্তব্যসমূহ