Tomay Dilam | তোমায় দিলাম | Bangla Lyrics - Subrata Ghosh Lyrics

Tomay Dilam | তোমায় দিলাম | Bangla Lyrics - Subrata Ghosh Lyrics

Tomay Dilam | তোমায় দিলাম | Bangla Lyrics - Subrata Ghosh Lyrics
Singer Subrata Ghosh
Singer Mohiner Ghoraguli
Music Mohiner Ghoraguli
Song Writer Subrata Ghosh

শহরের উষ্ণতম দিনে
পিচগলা রোদ্দুরে
বৃষ্টির বিশ্বাস
তোমায় দিলাম আজ
আর কী বা দিতে পারি?
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডোডেনড্রন
তোমায় দিলাম আজ
আর কী ই বা দিতে পারি?
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডোডেনড্রন
তোমায় দিলাম আজ
কী আছে আর
গভীর রাতের নিয়ন আলোয়
আলোকিত যত রেস্তোঁরা
সব থেকে উঁচু ফ্ল্যাটবাড়িটার
সব থেকে উঁচু ছাদ
তোমায় দিলাম আজ
পারবো না দিতে
ঘাস ফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে
আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ
শহরের কবিতার ছবি
সবই তোমায় দিলাম আজ
আর কী ই বা দিতে পারি?
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডোডেনড্রন
তোমায় দিলাম আজ
তোমায় দিলাম
তোমায় দিলাম
তোমায় দিলাম
তোমায় দিলাম
তোমায় দিলাম
তোমায় দিলাম



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ