Tomake Chere Ami Bangla Lyrics| তোমাকে ছেড়ে আমি বাংলা লিরিক্স

Tomake Chere Ami - Kanak Chapa Lyrics

Tomake Chere Ami Bangla Lyrics| তোমাকে ছেড়ে আমি বাংলা লিরিক্স
Singer Kanak Chapa
Music Ahmed Imtiaz Bulbul
Song Writer Ahmed Imtiaz Bulbul

হে-হে... আ-হা-আ-হা-হা
হে-হে... আ-হা-আ-হা-হা...
হে-হে... আ-হা-আ-হা-হা
হে-হে... আ-হা-আ-হা-হা...
হো... তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব ওগো যত দিন বাঁচব
হেসোনা হেসোনা তুমি, জেনে রাখো তা
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা
হে-হে... আ-হা-আ-হা-হা
হে-হে... আ-হা-আ-হা-হা...
হো... তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব ওগো যত দিন বাঁচব
হেসোনা হেসোনা তুমি, জেনে রাখো তা
বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা...
হৃদয়ের কথা...
চাঁদেরও আলো দিয়ে মুখ খানি দেখব
পেয়ো নাকো লজ্জা, খুব কাছে রাখব
হো... চাঁদেরও আলো দিয়ে মুখ খানি দেখব
পেয়ো নাকো লজ্জা, খুব কাছে রাখব
না না এভাবে বলো না গো করো না বারণ
লাজ টুকু কেড়ে নিলে হবে যে মরণ
সইতে পারব না হারানোর ব্যাথা
বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা...
হে-হে... আ-হা-আ-হা-হা
হে-হে... আ-হা-আ-হা-হা...
হে-হে... আ-হা-আ-হা-হা
হে-হে... আ-হা-আ-হা-হা...
টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে
হৃদয়ের কথাগুলি শীষ দিয়ে ডাকছে
হো... টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে
হৃদয়ের কথাগুলি শীষ দিয়ে ডাকছে
এমন সুখ তুমি দিলে গো আমায়
কেড়ে নিতে পারবে না মরণও তোমায়
শেষ করে দিয়ে আজ সব নিরবতা
বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা...
হো... তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব ওগো যত দিন বাঁচব
হেসোনা হেসো না তুমি, জেনে রাখো তা
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা...
হৃদয়ের কথা...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ